IHT MATS Admission Circular 2025-2026 : ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আইএইচটি ম্যাটস ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০২৫-২০২৬ খ্রি. শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) সমূহে যথাক্রমে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ও ডিপ্লোমা ইন মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং কোর্সে শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি:
২০২৫-২৬ সেশনের 𝐈𝐇𝐓/ 𝐌𝐀𝐓𝐒 ভর্তি সার্কুলার বিস্তারিতঃ-
ভর্তি পরীক্ষা কার্যক্রম:
আবেদন শুরু : ১৪-০৮-২০২৫ খ্রি. (সকাল ১০:০০ টা)
আবেদন শেষ : ২৭-০৮-২০২৫ খ্রি. (রাত ১১:৫৯ মি.)
ভর্তি পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ : ২৮/০৮/২০২৫ খ্রি. (রাত ১১:৫৯ মি.)
ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড : ১৪-০৯-২০২৫ খ্রি. (সকাল ১০:০০ টা) হতে ১৬-০৯-২০২৫ খ্রি. (রাত ১১:৫৯ মি.) পর্যন্ত।
ভর্তি পরীক্ষা : ১৯-০৯-২০২৫ খ্রি. (শুক্রবার) সকাল ১০:০০ টা হতে ১১:০০ টা পর্যন্ত।
ভর্তি পরীক্ষার ফি: ৭০০ (সাতশত) টাকা অফেরৎযোগ্য যা কেবল প্রিপেইড টেলিটক বাংলাদেশ লি. এর মাধ্যমে জমা প্রদান করতে হবে।
ভর্তি পরীক্ষার নিয়ম: এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৫ এর গুণিতক দ্বিগুণ হিসেবে ১০ নম্বর এবং ১০০ নম্বরের MCQ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফল থেকে জাতীয় মেধা অনুযায়ী প্রার্থী নির্বাচন করা হবে। এসএসসি সিলেবাস অনুযায়ী এমসিকিউ পদ্ধতিতে ১০০ (একশত) নম্বরে ০১ (এক) ঘন্টার পরীক্ষা (বাংলা- ১৫, ইংরেজী- ১৫, গণিত-১৫, পদার্থ- ১৫, রসায়ন- ১৫, জীববিজ্ঞান- ১৫, সাধারণ জ্ঞান- ১০) গ্রহণ করা হবে। পাশ নম্বর ৪০ (চল্লিশ) নির্ধারিত থাকবে। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় অকৃতকার্য (অনুত্তীর্ণ) প্রার্থীগণ কোন সরকারি এবং বেসরকারি আইএইচটি ও ম্যাটস-এ ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেনা।
আইএইচটি তে মোট আসন সংখ্যা: ২৩৭৯ টি এবং ম্যাটস এ মোট আসন সংখ্যা: ৬৬৪ টি।
অনলাইন আবেদনপত্র দাখিল করার পূর্বে নির্দেশাবলী ভালোভাবে পড়ে, বুঝে নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে পূরণ করতে হবে ভর্তি ফরম পূরণের যাবতীয় কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণ করার জন্য টেলিটক প্রি-পেইড নাম্বার থেকে ৭০০/-(সাতশত) টাকা পরীক্ষার ফি অবশ্যই জমা দিতে হবে। ফি জমা দেয়ার পর দাখিলকৃত আবেদনপত্রের কোনো পরিবর্তন করা যাবে না এবং আবেদনপত্র চূড়ান্তভাবে গৃহীত হবে।





Post Related: iht mats admission 2025, iht mats admission 2025 last date, iht mats admission 2025-26, iht mats admission notice, iht mats admission circular 2025



