কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি – DTER Job Circular 2025

কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, DTER Job Circular 2025, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, পলিটেকনিক/মনোটেকনিক ইনস্টিটিউটসমূহ ও আঞ্চলিক পরিচালকের কার্যালয়সমূহের রাজস্বখাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে শূন্য পদের বিপরীতে সরাসরি নিয়োগের নিমিত্ত বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে (https://dter.teletalk.com.bd ওয়েবসাইটে) আবেদনপত্র আহবান করেছে।
পদের সংখ্যা– ২১৮টি
পদের নামঃ 
  1. ফার্মাসিস্ট
  2. হিসাবরক্ষক (১৩তম গ্রেড)
  3. উচ্চমান সহকারী
  4. ইউডিএ কাম ডাটা প্রসেসর
  5. হিসাবরক্ষক (১৪তম গ্রেড)
  6. কোষাধ্যক্ষ
  7. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
  8. গ্রন্থাগারিক
  9. কম্পাউন্ডার
  10. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
  11. স্টোর কিপার (সার্ভে)
  12. ডাটা প্রসেসর
  13. এলডিএ কাম ডাটা প্রসেসর
  14. হিসাব সহকারী
  15. এলডিএ কাম ক্যাশিয়ার
  16. এলডিএ কাম টাইপিস্ট
  17. সহকারী ল্যাবরেটরিয়ান কাম ক্যাটালগার
  18. ক্যাশ সরকার
  19. স্কিল্ডম্যান
  20. অফিস সহায়ক
আবেদন শুরু– ১৩ নভেম্বর ২০২৫
আবেদনের শেষ তারিখ– ০৩ ডিসেম্বর ২০২৫
DTER Job Circular 2025
কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি
কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি
DTER Job Circular 2025
Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদন Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
Applicant’s কপিতে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য আবেদন প্রতি ক্রমিক নং- ১ এ পরীক্ষার ফি ১৫০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১৮/- টাকাসহ মোট ১৬৮/- (একশত আটষট্টি) টাকা, ক্রমিক ২ থেকে ১৭ পর্যন্ত পরীক্ষার ফি ১০০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- টাকাসহ মোট ১১২/-(একশত বারো) টাকা এবং ক্রমিক নং- ১৮ থেকে ২০ পর্যন্ত এবং সকল পদের অনগ্রসর নাগরিক প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষার ফি ৫০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ০৬/- টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://dter.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল নাম্বারে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল নাম্বারে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী রঙিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Serial এবং PIN পনরদ্ধার করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *