১৫৯৬ পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (bpdb) এ নিয়োগ বিজ্ঞপ্তি – BPDB Job Circular 2025

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (bpdb) এ নিয়োগ বিজ্ঞপ্তি – BPDB Job Circular 2025 বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্বখাতভুক্ত ‘সাহায্যকারী’ পদে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ১৯তম গ্রেডে (টাকা: ৮,৫০০-২০,৫৭০/-) নিম্নবর্ণিত শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ ও অপেক্ষমাণ তালিকা তৈরির নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে http://bpdb.teletalk.com.bd এ অনলাইনে দরখাস্ত আহবান করেছে।
পদের নাম: সাহায্যকারী
প্রতিষ্ঠানঃ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (bpdb)
পদ সংখ্যাঃ ১৫৯৬ টি
শিক্ষাগত যোগ্যতা: (ক) এস.এস.সি./সমমান/সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হতে এস.এস.সি. সমমানের কারিগরি ট্রেড কোর্স পাস। (খ) কোন পরীক্ষাতেই ২য় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ/সিজিপিএ এর নিম্নে নয়।
আবেদন শুরুঃ ২৪ নভেম্বর ২০২৫
আবেদনের শেষ তারিখঃ ১৫ ডিসেম্বর ২০২৫
আবেদন ফীঃ ৫৬/- টাকা
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগের পর ২ (দুই) বছর সময়ের মধ্যে তারা নির্ধারিত প্রশিক্ষণ ও অন্যান্য কর্মসূচীতে অংশগ্রহণ করবেন। উক্ত প্রশিক্ষণ ও কর্মসূচীতে অর্জিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধি-বিধান অনুযায়ী তাদেরকে সাহায্যকারী এর শূন্য পদের বিপরীতে নিয়মিত নিয়োগ প্রদান করা হবে। বর্ণিত পদের জন্য বয়সসীমা ১৫.১২.২০২৫ তারিখে ১৮-৩২ বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্যসংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন প্রতিলিপি Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা, উত্তীর্ণ হলে ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (bpdb) এ নিয়োগ বিজ্ঞপ্তি – BPDB Job Circular 2025

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (bpdb) এ নিয়োগ বিজ্ঞপ্তি - BPDB Job Circular 2025
BPDB Job Circular 2025
BPDB Job Circular 2025

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ১৫৯৬ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ – BPDB Job Circular 2025, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সাহায্যকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, Bangladesh Power Development Board (BPDB), BPDB Circular 2025

প্রতিদিন সরকারি চাকরির খবর সবার আগে পেতে আমাদের Facebook Page এ লাইক দিয়ে সাথেই থাকুন।
সরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের Govt Job Circular পেজে ভিজিট করুন।

Post Related : চাকরির খবর ২০২৫, Goverment Bank Job, Goverment Job Circular, BD Job Circular Today, নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, Job circular 2025, All BD Job Circular 2025, Job Preparation, Job Exam Notice, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2025,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *