Army Job Circular 2025 : ৮৯৭ পদে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। (army civilian job circular 2025) সেনাবাহিনী বেসামরিক জব সার্কুলার ২০২৫ আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পাবে। বাংলাদেশ সেনাবাহিনী ৮৮ টি বেসামরিক পদে ৮৯৭ জনকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডাকযোগের মাধ্যমে আবেদন গ্রহণ চলছে।
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি
১। বাংলাদেশ সেনাবাহিনীর নিম্নসংগঠনে “জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১১তম হতে ২০তম গ্রেডের নিম্নবর্ণিত অসামরিক স্থায়ী/অস্থায়ী পদে নিয়োগের জন্য যোগ্যতাসম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
২। উল্লেখিত সকল পদের বিপরীতে নির্ধারিত ঠিকানায় আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৫।
৩। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধিসহ সম্পূর্ণ/আংশিক বিজ্ঞাপন বাতিল/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।
৪। বিস্তারিত তথ্য এবং আবেদনপত্র প্রেরণের ঠিকানাসহ আবেদন ফরমের জন্য ভিজিট করুন: www.army.mil.bd
৫। নিম্নস্বাক্ষরকারী তথা কন্ট্রোলার অব সিভিলিয়ান পার্সোনেল, সেনাসদর, এজি’র শাখা, পিএ পরিদপ্তর বরাবর কোন আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। অত্র পরিদপ্তর বরাবর প্রেরিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।

Army Job Circular 2025 pdf
প্রতিদিন সরকারি চাকরির খবর সবার আগে পেতে আমাদের Facebook Page এ লাইক দিয়ে সাথেই থাকুন।
সরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের Govt Job Circular পেজে ভিজিট করুন।
Post Related : চাকরির খবর ২০২৫, Goverment Bank Job, Goverment Job Circular, BD Job Circular Today, নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, Job circular 2025, All BD Job Circular 2025, Job Preparation, Job Exam Notice, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2025, army civilian job circular 2025, bd army job circular 2025 pdf download, army job circular 2025 civil, bd army civilian job circular 202৫

